সিগনাল ইদুনা পার্কে বুধবার (১ মে) চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ১-০ গোলে হেরেছে পিএসজি। ফাইনালে যেতে হলে দ্বিতীয় লেগে কমপক্ষে এক গোলের ব্যবধান নিয়ে জিততে হবে ফরাসি ক্লাবটিকে। ডর্টমুন্ডের কাছে হারের দিন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই তাদের বাস চলে যায় বিমানবন্দরে।
ফ্রান্সের সংবাদমাধ্যম ‘লা পারিসিয়ান’ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সিগনাল ইদুনা পার্কে সতীর্থদের সঙ্গে দলীয় বাসে বিমানবন্দরে যেতে পারেননি এমবাপ্পে। পরে একটি প্রাইভেট কারে বিমানবন্দরে যোগ দেন সতীর্থদের সঙ্গে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এমবাপ্পেকে রেখে পিএসজির দলীয় বাসের বিমানবন্দরে চলে যাওয়া অস্বাভাবিক কোনো ঘটনা নয়। কোনো খেলোয়াড়ের দেরি হলে দীর্ঘক্ষণের অপেক্ষা এড়াতে প্রায় সব দলই এটা করে।
এদিকে, ফিরতি লেগে আগামী মঙ্গলবার (৭ মে) নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে ডর্টমুন্ডে মুখোমুখি হবে পিএসজি। জার্মানি ছেড়ে যাওয়ার আগে জার্মান ক্লাবটিকে ব্যাপারটা মনেও করিয়ে দিয়েছেন এমবাপ্পে।
প্রথম লেগে হারলেও দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর ইতিহাস আছে পিএসজির। ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে এই বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রথম লেগে ২-১ গোলে হেরেছিল এমবাপ্পের দল। তবে ফিরতি লেগে ২-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে পিএসজি। ফলে এখনও ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমবাপ্পের দলের।