গত বছর রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দেন করিম বেনজেমা। তবে হঠাৎ করে বুধবার (১ মে) মাদ্রিদের অনুশীলন মাঠে দেখা যায় করিম বেনজেমাকে। জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সৌদি আরবে যাওয়ার পর সময়টা ভালো যাচ্ছে না করিম বেনজেমার। ইনজুরি তার পিছু ছাড়ছে না। আর সেই ইনজুরির চিকিৎসা করাতেই মাদ্রিদে এসেছেন ব্যালেন ডি’অরজয়ী এই ফুটবলার।
ফ্যাব্রিজিও রোমানো এক্স-এ জানিয়েছেন, ‘করিম বেনজেমা রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠে ভালদেবেবাসে ফিরেছেন। বেনজেমা তার ইনজুরির পরীক্ষা করতে এবং তার চিকিৎসায় সাহায্য পেতে সেখানে ভ্রমণ করেছেন। আল ইত্তিহাদ বেনজেমার ইনজুরিতে তাকে সাহায্য করার জন্য রিয়াল মাদ্রিদকে ধন্যবাদ জানিয়েছে।’
রিয়াল মাদ্রিদের ১৪ মৌসুম কাটানোর পর গত মৌসুমে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পারি দেন ফরাসি তারকা করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদে থাকাকালে সম্ভাব্য সকল ট্রফিই জিতেছেন তিনি। আর নিজের শেষ মৌসুমে বাকি থাকা ব্যালন ডি’অরটাও জিতে নেন ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার।