চিকিৎসার জন্য বিদেশ যেতে এবার আপিল বিভাগে আবেদন করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমানউল্লাহ আমান।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে আমানের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আপিল বিভাগে এ আবেদন করেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বিভাগ ৫ মে শুনানির দিন ধার্য করেন।
চলতি বছরের ২০ মার্চ অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে জামিন দেন আপিল বিভাগ। তবে, বিদেশ যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে বলে আদেশে বলা হয়। এরপর জামিনে মুক্ত হয়ে ২৮ মার্চ চিকিৎসার জন্য বিদেশ যেতে চেম্বার আদালতে আবেদন করেন বিএনপি নেতা আমান। তবে আবেদন খারিজ হয়ে যায়।