পাঞ্জাবির ওপর কোটি পরা, চোখে চশমা। মাথায় সাদা চুল, দাড়িগোঁফও সাদা। পানিপুরি বিক্রেতা হলেও, প্রথম দেখায় মনে হতে পারে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কিন্তু নরেন্দ্র মোদি নন, তিনি আসলে গুজরাটের বাসিন্দা অনিল ভাই থাক্কার। রাজ্যের আনন্দ এলাকায় তার পানিপুরির দোকান, নাম ‘তুলসী পানিপুরি সেন্টার’।
প্রথমবার অনিলের কাছে পানিপুরি খেতে গেলে বা দূর থেকে তাকালে ‘বোকা’ হয়ে যেতে পারেন যে কেউ। কারণ, অনিল দেখতে নরেন্দ্র মোদির মতোই। বিশেষ করে তাকে পাশ থেকে দেখলে মোদি বলেই মনে হবে।
এদিকে, ভারতজুড়ে চলমান লোকসভা নির্বাচনের মধ্যেই গুজরাটে মোদির মতো দেখতে অনিলকে নিয়ে তুমুল চর্চা চলছে নেটিজেনদের মধ্যে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, অনিলের দাদা পানিপুরির ব্যবসা শুরু করেছিলেন। ১৮ বছর বয়স থেকে অনিল পানিপুরি বিক্রি শুরু করেন। এখন তিনি নিজ হাতেই দোকান সামলান।
অনিল বলেন, চেহারা ও পোশাক মোদির মতো হওয়ায় ক্রেতারা অবাক হন। অনেকে তার সঙ্গে সেলফি তোলেন। দেখতে মোদির মতো হওয়ায় স্থানীয় এবং পর্যটকদের কাছেও অনিল বেশ শ্রদ্ধা ও ভালোবাসা পান।
মোদির মতো দেখতে আরেকজন আছেন মুম্বাইয়ে। নাম বিকাশ মহন্ত। চলতি বছরের শুরুতে তার একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছিল।