আওয়ামী লীগ দেশে কোনো রাজনৈতিক দল থাকুক চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় বক্তৃতা করেন তিনি।
মুজিবুল হক বলেন, ‘আমরা গত দ্বাদশ নির্বাচনে গিয়েছিলাম প্রেসিডিয়াম কমিটির সম্মতিক্রমে। তবে এই নির্বাচনে আমরা আশানুরূপ ফল পাইনি। শাসক দলের অর্থের দৌরাত্ম্য আর প্রশাসনের নিরপেক্ষতার অভাবে মাঠে আমাদের নেতা লড়াই করতে পারেননি।’
তিনি বলেন, ‘নির্বাচনের পর দলের অনেকে ভুল বুঝেছেন, অনেকে চলে গেছেন। আমি বলব: আমাদের যা ভুলত্রুটি হয়েছে, আসেন আলোচনা করি এবং ভবিষ্যতে দলকে কীভাবে আরও বেশি সংগঠিত করা যায়, তা নিয়ে কাজ করব।’
চুন্নু বলেন, ‘আমরা যারা জিতেছি বিরূপ পরিবেশের মধ্য দিয়ে জিতেছি। নির্বাচনে যারা নমিনেশন নেন নাই তারা কী ব্যথায় গেছেন বুঝি না। এরশাদকে প্রতিনিধিত্ব করেন একমাত্র জিএম কাদের। যারা গেছেন ভুল করেছেন। মানুষ জিএম কাদেরের কাছে প্রত্যাশা করে।’
তিনি বলেন, আওয়ামী লীগ দিন দিন স্বৈরাচারী হয়ে উঠছে। তারা দেশে কোনো রাজনৈতিক দল থাকুক, তা চায় না।