সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। স্ত্রীর মৃত্যুর একদিন পরই তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। পুলিশের বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনায় স্ত্রী মণিকর্ণিকা কুমারীর (২৮) মৃত্যুর পর যোগেশ কুমার (৩৬) নামে রাজ্যের হারদোই জেলার এক বাসিন্দা মঙ্গলবার (২৩ এপ্রিল) আত্মহত্যা করেন।
যোগেশ পেশায় একজন শিক্ষক ছিলেন এবং ছয় মাস আগে মণিকর্ণিকার সঙ্গে তার বিয়ে হয়।
পুলিশ জানিয়েছে, আত্মহত্যার আগে যোগেশ একটি চিরকুট রেখে গেছেন যাতে লেখা ছিল, ‘আমরা একসঙ্গে বাঁচব এবং একসঙ্গে মরব।’
সোমবার (২২ এপ্রিল) সুরসা থানার অন্তর্গত লক্ষ্ণৌ-হারদোই হাইওয়েতে দুর্ঘটনায় প্রাণ হারান মণিকর্ণিকা।
পুলিশ বলছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান যোগেশ। সেখান থেকে তিনি তার স্ত্রীর জিনিসপত্র নিয়ে বাড়িতে যান এবং নিজেকে ঘরবন্দি করেন।
তাদের এক প্রতিবেশী যোগেশকে তার স্ত্রীর মৃত্যুতে শোক জানাতে তাদের বাড়িতে গিয়েছিলেন। দরজায় ধাক্কা দিয়ে কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে তিনি দরজা ভেঙে ফেলেন এবং যোগেশকে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে তিনি পুলিশকে খবর দিলে যোগেশের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।