ব্রাজিলের উত্তর-পূর্ব উপকূলে একটি নৌকা থেকে অন্তত ২০টি পচা-গলা মরদেহ পাওয়া গেছে। রোববার (১৪ এপ্রিল) এ তথ্য জানান দেশটির ফেডারেল পাবলিক মিনিস্ট্রি।
সোমবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত শনিবার (১৩ এপ্রিল) নৌকাটি প্যারা রাজ্যের উত্তর-পূর্বে ব্রাগান্সার উপকূলে পাওয়া যায়। এতে ২০টি পচা-গলা মরদেহ পাওয়া গেছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নৌকায় অন্তত ২০টি মরদেহ পাওয়া গেছে, কিন্তু দেহাবশেষ পচে যাওয়ায় নৌকায় কতজন মারা গেছে তা জানা যায়নি।
নৌকাটি প্যারার যে অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে সে স্থানটি রাষ্ট্রীয় রাজধানী বেলেম থেকে ১৮৫ মাইল দূরে।
এদিকে তদন্তকারীরা জানিয়েছেন, নিহতরা ব্রাজিলের না হলেও ক্যারিবিয়ান থেকে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি কোনো ব্রাজিলিয়ানদের নিখোঁজ খবর পাওয়া যায়নি।