মাত্র ৩৯ বলে শতক হাঁকিয়ে চলতি আইপিএলে দ্রুততম শতক করলেন সানরাইজার্স হায়দ্রাবাদের অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড। আর আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম শতক এটি।
আইপিএলে নিজের প্রথম আসরেই আলো ছড়িয়ে যাচ্ছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অজি তারকা ট্রাভিস হেড। সোমবার (১৫ এপ্রিল) বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ৩৯ বলে শতক হাঁকান তিনি। তবে শতক করার পর বেশি দূর যেতে পারেননি তিনি। ৪১ বলে ৯ চার ও ৮ ছক্কার মারে ১০২ রান করে লকি ফার্গুসনের বলে আউট হন তিনি।
চলতি আইপিএলে এর আগে দুইটি অর্ধশতকের দেখা পেয়েছেন হেড। তবে এবার শতক হাঁকালেন তিনি। তবে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুততম শতক হাঁকিয়েছেন ক্রিস গেইল। সাবেক এই ক্যারিবীয় ব্যাটসম্যান ২০১৩ সালে পুনের বিপক্ষে মাত্র ৩০ বলে শতক হাঁকান।
২০১০ সালে ইউসুফ পাঠান মুম্বাইয়ের বিপক্ষে ৩৭ বলে শতক হাঁকিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। ২০১৩ সালে বেঙ্গালুররু বিপক্ষে ৩৮ বলে শতক করেছিলেন প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলান। এই তিন ব্যাটসম্যানের পরেই চতুর্থ স্থানে জায়গা করে নিলেন হেড।