রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২১ রান দিয়ে ৫ উইকেট পেয়েছিলেন জাসপ্রিত বুমরাহ। ওই ম্যাচ দিয়েই এবারের আইপিএলে ৫ ম্যাচে ১০ উইকেট হয় তার। রোববার (১৪ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে উইকেটশূন্য থেকেছেন তিনি। এ ম্যাচে একটি উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তাতে দুজনের উইকেটসংখ্যা সমান হলো।
৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে আইপিএলের পার্পল ক্যাপ এখন যুজবেন্দ্র চাহালের কাছে। তাকে ধাওয়া করছেন বুমরাহ-ফিজ। টাইগার পেসার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নেন টিম ডেভিডের উইকেট। এদিন ৪ ওভারে ৫৫ রান খরচ করেন তিনি। তার দল জিতে ২০ রানে।
নিজেদের মাঠে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই। প্রথমে ব্যাটিং করতে নেমে ওপেনার রাহানেকে হারায় চেন্নাই। এরপর গাইকোয়াডকে নিয়ে ৫২ রানের জুটি করেন রাচিন রবীন্দ্র। রাচিন ২১ রানে ফিরে গেলেও ব্যাট হাতে ঝড় তুলতে থাকেন চেন্নাই অধিনায়ক।
চারে নামা দুবেকে নিয়ে ৯০ রানের জুটি গড়েন তিনি। তবে ম্যাচের ১৬তম ওভারে পান্ডিয়ার বলে ৬৯ রান করে আউট হন গাইকোয়াড। অধিনায়ককে হারিয়েও থেমে থাকেনি চেন্নাই। ড্যারেল মিচেল ও ধোনির ঝোড়ো ইনিংসে বড় সংগ্রহ পায় তারা। দুবে ৩৮ বলে ৬৬ রানে অপরাজিত ছিলেন। আর চেন্নাইয়ের সাবেক অধিনায়ক ধোনি ৪ বল খেলে তিন ছক্কার বিনিময়ে ২০ রানে অপরাজিত থাকেন। তাতে ২০৬ রানের পুঁজি পায় চেন্নাই।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্তভাবে করে মুম্বাই। রোহিত ও কিষানের ওপেনিং জুটি থেকে আসে ৭০ রান। তবে পাথিরানা এক ওভারেই দুই উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দেন মুম্বাইকে। একপ্রান্তে রোহিত খেলতে থাকলেও তাকে অন্যরা তেমনভাবে সঙ্গ দিতে পারেনি।
রোহিত শর্মা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৩ বলে ১০৫ রানে। চেন্নাইয়ের হয়ে ২৮ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন পাথিরানা। এ জয়ের পর ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে চেন্নাই। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের আটে মুম্বাই ইন্ডিয়ান্স।