Homeখেলামেসিকে ‘শয়তানের প্রতীক’ বলে ক্ষমা চাইলেন আর্জেন্টাইন কোচ

মেসিকে ‘শয়তানের প্রতীক’ বলে ক্ষমা চাইলেন আর্জেন্টাইন কোচ

কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মেক্সিকান ক্লাব মন্তেরির কাছে ২-১ গোলে হেরেছিল ইন্টার মায়ামি। ম্যাচটা মাঠের বাইরে দর্শকের আসনে বসেই দেখেছেন লিওনেল মেসি। মাঠে না খেলতে পারলেও সেই ম্যাচের ফল ছাপিয়ে এখন আলোচনায় ভিন্ন জিনিস। মন্তেরির সহকারী কোচের ফাঁস হওয়া অডিও নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। মন্তেরির সহকারী কোচ নিকো সানচেজ সেই অডিও টেপে মেসিকে ‘বামন’ বোলার পাশাপাশি ‘শয়তানের প্রতীক’ (ফেস অব দ্য ডেভিল) বলে আখ্যায়িত করেছেন।

আর্জেন্টাইনদের চোখে মেসি অ্যাঞ্জেল বা দেবদূতের আসনে থাকলেও সবসময় কথাটা হয়ত সত্য নয়। নতুবা একজন আর্জেন্টাইন হয়েও নিকো সানচেজ মেসিকে এভাবে আক্রমণ করবেন কেন! সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস এমএক্সের ফাঁস করা অডিও টেপে সানচেজকে মেসিকে কটূক্তি করতে দেখা গেছে। মেসির উচ্চতা নিয়ে অগ্রহণযোগ্য কথা তো বলেছেনই, সেই সঙ্গে শয়তানের প্রতীক বলতেও ছাড়েননি এই আর্জেন্টাইন কোচ। শুধু আর্জেন্টাইন তারকাকে নিয়েই নয়, ইন্টারের কোচ টাটা মার্টিনোকে নিয়েও বাজে মন্তব্য করেছেন তিনি। অবশ্য অডিও ফাইল ফাঁস হওয়ার পর ক্ষমা চেয়েছেন তিনি।

চ্যাম্পিয়ন্স কাপের সেই ম্যাচের আগেই অবশ্য বিতর্ক উসকে দেন মন্তেরির প্রধান কোচ ফার্নান্দো ওরতিজ। মেসির তারকাখ্যাতির জন্য ইন্টার মায়ামি অতিরিক্ত সুবিধা পায় কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। ওরতিজ বলেছিলেন, ‘মেসির চারপাশে যা কিছু আবর্তিত হয়, সেসবের কারণে ক্রীড়াসুলভ কিংবা খেলার খেলাধুলাসুলভ নয়, এমন সিদ্ধান্তও হতে পারে।’

গত শনিবার (৬ এপ্রিল) এমএলএসে কলোরাডো র‍্যাপিডসের বিপক্ষে মেসির গোলে ২-২ গোলে ড্র করে ইন্টার মায়ামি। এই ম্যাচের দিনই ‘ইউএস টুডে’ জানায়, মন্তেরির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের পর প্রতিপক্ষের ড্রেসিং রুমের বাইরে মিক্সড জোনে ঝামেলায় জড়ান মায়ামির কোচ টাটা মার্টিনো, মেসি, জর্দি আলবা ও লুইস সুয়ারেজ।

সেই ঝামেলার মূল কারণ ছিল, সেদিন রেফারি মায়ামিকে ৬টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছিলেন। এ নিয়েই প্রতিবাদ জানাতে খেলোয়াড়রা ম্যাচ অফিসিয়ালদের কাছে যাওয়ার সময় এই ঝামেলা হয়। সেই ঝামেলা নিয়েই সানচেজের বলা কথার অডিও ফাঁস হয়ে যায়।

সানচেজকে সেই অডিও টেপে বলতে শোনা যায়, ‘বামনটার (মেসি) ওপর কী যে ভর করেছিল, সে তো শয়তানের প্রতীক! সে মুষ্টিটা আমার মুখের কাছে এনে বলেছে, তুমি নিজেকে কী মনে করো? অন্য দিকে তাকিয়ে ছিলাম, উত্তর দিইনি। সেটা করলে পরিস্থিতি আরও বাজে হতো।’

শুধু মেসিকে নিয়েই নয়, ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনোকে নিয়েও মন্তব্য করেছেন সানচেজ, ‘আর টাটা মার্তিনো তো পুতুল। সে আমার সামনে দাঁড়িয়ে বলেছে, বোকা! তুমি এটার ফল ভোগ করবে। কী একটা পুতুল! ওরা সম্ভবত সব ভিডিও মুছে ফেলেছে। কারণ সেটা থাকলে তারা (মাঠে) কতটা খারাপ করেছে সেটি বোঝা যেত।’

ফাঁস হওয়া সেই অডিও ফাইল ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সানচেজের প্রবল সমালোচনা শুরু হলে ক্ষমা চান তিনি। তিনি বলেন, ‘ইন্টার কোচ জেরার্দো মার্তিনোকে আমি চিনি না। তার কাছে আমি নিজেকে অসম্মানজনকভাবে উপস্থাপন করেছি। এ জন্য ক্ষমা চাচ্ছি।’

তবে সেই ভিডিওতে মেসির নাম ধরে আর কিছু বলেননি সানচেজ।

সর্বশেষ খবর