Homeখেলাআবারো পয়েন্ট কাটা গেল এভারটনের

আবারো পয়েন্ট কাটা গেল এভারটনের

আবারো আর্থিক নীতি ভঙ্গের কারণে ২ পয়েন্ট কাটা গেল ইংলিশ ক্লাব এভারটনের। এ নিয়ে চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো পয়েন্ট কাটা গেল ক্লাবটির। দ্বিতীয় দফায় পয়েন্ট কাটার ফলে টেবিলের এক ধাপ নিচে নেমে ১৬ নম্বর স্থানে অবস্থান করছে এভারটন।

২০২৩ সালে লভ্যাংশ এবং আর্থিক নিরাপত্তা আইন (পিএসআর) ভঙ্গের কারণে এই পয়েন্ট কাটা হল এভারটনের। সোমবার (৮ এপ্রিল) প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে পয়েন্ট কাটার এই খবর।
পিএসআর-এর নিয়ম অনুযায়ী ক্লাবগুলো তিন বছরে সর্বোচ্চ সাড়ে ১০ কোটি পাউন্ড পর্যন্ত ক্ষতি করতে পারে। কিন্তু গত বছরের জুন পর্যন্ত এভারটনের ১৬ লাখ ৬০ হাজার পাউন্ড বেশি ক্ষতি হয়েছে। এ কারণে তাদের ২ পয়েন্ট কেটে নিয়েছে কর্তৃপক্ষ।

গত নভেম্বরে চার বছরের চক্রে ১ কোটি ৯৫ লাখ পাউন্ড অতিরিক্ত খরচের কারণে ১০ পয়েন্ট কাটা হয়েছিল এভারটনের। পরে আপিল করে তা ৬ পয়েন্টে নামিয়ে এনেছিল ক্লাবটি। এক বিবৃতিতে এভারটন জানিয়েছে দ্বিতীয় দফা পয়েন্ট কাটার বিরুদ্ধে আপিল করবে তারা।

এদিকে অবনমনের শঙ্কায় থাকা লুটন টাউন থেকে মাত্র ২ পয়েন্ট বেশি আছে এভারটনের। লিগে এখনো ৭ ম্যাচ হাতে রয়েছে এভারটনের। টানা ৭৩ বছর ধরে ইংল্যান্ডের শীর্ষ স্তরের লিগে খেলে যাচ্ছে ক্লাবটি।

সর্বশেষ খবর