উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দ্বিতীয়বারের মতো গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করলো দক্ষিণ কোরিয়া। রোববার (৭ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় স্পেসএক্স ফ্যালকন-৯ রকেটে করে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটটি। খবর আল জাজিরার।
গত বছরের ডিসেম্বরে ইলন মাস্কের স্পেস এক্স’র রকেটে করে প্রথবারের মতো নিজেদের গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করে দক্ষিণ কোরিয়া। তারই ধারাবাহিকতায় এবার নিজেদের দ্বিতীয় গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করলো দেশটি।
রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্লোরিডার জন এফ কেনেডি স্পেস সেন্টার থেকে ইলন মাস্কের স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেটে করে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটটি। এর ৪৫ মিনিট পর সফলভাবে স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছায় বলে জানানো হয়।
জানা গেছে, সিউলের দ্বিতীয় গোয়েন্দা স্যাটেলাইটটি একটি ‘সিন্থেটিক অ্যাপারচার রাডার’ (এসএআর) দিয়ে সজ্জিত, যা ডেটা প্রক্রিয়াকরণের মাধ্যমে আবহাওয়ার পরিস্থিতির ছবি তৈরি করতে সক্ষম।
উত্তর কোরিয়ার সঙ্গে মহাকাশে সামরিক সক্ষমতার প্রতিযোগিতার মধ্যে রিকনেসান্স স্যাটেলাইটগুলোর পেছন দিকে উৎক্ষেপণ করা হয়েছে।
এর আগে ২০২৪ সালে তিনটি নতুন স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণের প্রতিশ্রুতি দেয় উত্তর কোরিয়া।