মিয়ানমারের জান্তা সরকারের গত চার মাসেরও বেশি সময় ধরে চালানো হামলায় রাখাইন রাজ্যে মোট ৬৪৭ জন বেসামরিক হতাহত হয়েছেন। সম্প্রতি দেশটির মানবিক ও উন্নয়ন সমন্বয় অফিস (এইচডিসিও) এ ঘোষণা দেয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম নারিনজারা নিউজ।
সোমবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম নারিনজারা জানায়, গত বছরের ১৩ নভেম্বর থেকে ২১ মার্চ পর্যন্ত ১৭৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৬৪ জন নারী। একইভাবে আহত হয়েছেন ৪৬৮ জন। যাদের মধ্যে ১৯৮ জন নারী।
এইচডিসিও আরও জানিয়েছে যে, ৪৭ জন নারীসহ রাখাইন থেকে ৪৭১ জনকে নির্বিচারে গ্রেফতার ও বন্দি করেছে জান্তা সরকার।
২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সংঘাতের সময় প্রায় ৬২ হাজার ৩৩২ জন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহীদের সংঘাত তীব্র আকার ধারণ করার পর বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫৮ হাজার ২০০ জনে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রাখাইনের ১৭টি শহরের মধ্যে ১৫টি শহরের বাসিন্দারা তাদের নিজেদের বাড়িতে এখনও ফিরতে পারেননি। তারা এখনও আত্মীয়-স্বজনের বাড়িতে বা আশ্রয়শিবিরে আছেন।
এইচডিসিও জানিয়েছে, রাখাইন রাজ্যের বাস্তুচ্যুতদের তাদের জায়গায় ফিরিয়ে আনতে খাদ্য সামগ্রী, ওষুধ, জীবিকা সহায়তা এবং ল্যান্ডমাইন ছাড়পত্রের জরুরি প্রয়োজন।