Homeআন্তর্জাতিকমুসলিম লিগের আদর্শ চাপিয়ে দিচ্ছে কংগ্রেস: মোদি

মুসলিম লিগের আদর্শ চাপিয়ে দিচ্ছে কংগ্রেস: মোদি

ভারতের আসন্ন লোকসভা নির্বাচন সামনে রেখে বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের ইশতেহারের কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শনিবার (৬ এপ্রিল) রাজস্থানের পুষ্করে এক সমাবেশে বক্তব্য দেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। বক্তব্য তিনি কংগ্রেসের নির্বাচনী ইশতেহারের সমালোচনা করে বলেন,

কংগ্রেসের ইশতেহারে শুধু মিথ্যা আর মিথ্যা। মিথ্যার ফুলঝুড়িতে সাজানো এ ইশতেহারে ‘জাতিকে টুকরা টুকরা করার’ অভিপ্রায় স্পষ্ট হয়ে ফুটে উঠেছে।

তিনি বলেন, কংগ্রেসের ইশতেহারে মুসলিম লিগের ছাপ স্পষ্ট। জাতির ওপর মুসলিম লিগের আদর্শ চাপিয়ে দিচ্ছে কংগ্রেস।

কংগ্রেসের ইশতেহার বামপন্থিদের দ্বারা প্রভাবিত-এমন অভিযোগ করে মোদি বলেন, ইশতেহারের একাংশে মুসলিম লিগের ছাপ, আরেক অংশে বামপন্থিদের প্রভাব। এই ইশতেহার ভারতকে ১০০ বছর পিছিয়ে দেয়ার এজেন্ডা ছাড়া আর কিছুই নয়।

শুক্রবার (৫ এপ্রিল) রাজধানী নয়াদিল্লিতে দলের সদরদফতরে আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করে কংগ্রেস।এ সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের সাবেক দুই সভাপতি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী উপস্থিত ছিলেন। নির্বাচনী ইশতেহারকে ‘নয়া পত্র’ নামে অভিহিত করেছে কংগ্রেস।

Exit mobile version