Homeআন্তর্জাতিককেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে ভারতজুড়ে গণ অনশন

কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে ভারতজুড়ে গণ অনশন

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে আবারও ভারতজুড়ে বিক্ষোভ করবে আম আদমি পার্টির ( এএপি) নেতাকর্মীরা। রোববার (৭ এপ্রিল) এ বিক্ষোভের অংশ হিসেবে রাজধানীর যন্তর মন্তরে ‘সামুহিক উপবাস’ বা গণ অনশন পালন করবেন তারা। খবর এনডিটিভির।

এ উপলক্ষে দলের নেতাকর্মীরা দিনব্যাপী অনশনের জন্য যন্তর মন্তরে জড়ো হয়েছেন। বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দিল্লি পুলিশ। যন্তর মন্তরের দিকে যাওয়ার রাস্তাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
আম আদমি নেতা গোপাল রাই বলেছেন, অরবিন্দ কেজরিওয়ালের সমর্থকরা ভারতজুড়ে এবং দেশের বাইরে থেকেও দলের গণ অনশন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। কেজরিওয়ালের সমর্থকরা মুখ্যমন্ত্রীকে সমর্থন দিতে বাড়িতে বসেই অনশন করতে পারেন বলে জানান তিনি।

গোপাল রাই আরও বলেন, ভারতের ২৫টি রাজ্যসহ নিউইয়র্ক, বোস্টন, টরন্টো, ওয়াশিংটন ডিসি, মেলবোর্ন এবং লন্ডনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কেন্দ্রগুলোতে সমর্থকরা উপবাসের মাধ্যমে কেজরিওয়ালকে তাদের সমর্থন জানাবেন।

তিনি বলেন, যদি আপনারা কেজরিওয়ালের গ্রেপ্তারের বিরোধিতা করেন তাহলে গণ অনশন পালন করুন।
আম আদমি পার্টি গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ‘ঘেরাও’ কর্মসূচি পালন করেছে। ওই সময় নারী সদস্যসহ দলের বেশ কয়েকজন নেতাকর্মীকে টেনেহিঁচড়ে বাসে তুলে থানায় নিয়ে যায় পুলিশ।

মদনীতি কেলেঙ্কারির মামলায় কেজরিওয়ালকে গত মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছিল। তাকে ১৫ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর