যুক্তরাষ্ট্রে আবারও এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিউইয়র্কের ভারতীয় কনস্যুলেট এ খবর নিশ্চিত করেছে। তবে কী কারণে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। এ নিয়ে চার মাসে দেশটিতে ১০ ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হলো।
শনিবার (৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মৃত শিক্ষার্থীর নাম উমা সত্য সাই গাড্ডে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে পড়াশোনা করতেন তিনি।
তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে ভারতীয় কনস্যুলেট জানিয়েছে, ছাত্রের মৃত্যুর কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
নিউইয়র্কের ভারতীয় দূতাবাস এক্সে দেয়া এক বিবৃতিতে বলেছে, ক্লিভল্যান্ডে ভারতীয় শিক্ষার্থী উমা সত্য সাই গড্ডের দুর্ভাগ্যজনক মৃত্যুতে গভীরভাবে দুঃখিত। এ বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে। শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। উমার মরদেহ দ্রুত ভারতে নিয়ে যাওয়ার চেষ্টাও চলছে।
এর আগে মার্চে মোহাম্মদ আবদুল আরাফাত নামে এক ভারতীয় শিক্ষার্থী ওহাইও’র ক্লিভল্যান্ড এলাকা থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের কাছে মুক্তিপণও দাবি করা হয়। এ ছাড়া ইন্ডিয়ানার পার্দো বিশ্ববিদ্যালয় থেকে নীল আচার্য নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়।
এর আগে জর্জিয়ায় বিবেক সাইনি নামে আর এক ভারতীয় শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে এক গৃহহীন ব্যক্তির বিরুদ্ধে। এভাবে ভারতীয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। ভারতীয় কনস্যুলেট প্রতিটি ঘটনায় তদন্ত এবং পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে।