পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় ১২ বছরের এক কিশোরীকে বিয়ে করেছেন ৬৩ বছরের এক প্রভাবশালী পুরোহিত। শনিবার (৩০ মার্চ) প্রচলিত সব নিয়ম মেনে ক্রওয়ার নুঙ্গুয়ায় পুরোহিত নুমো বোরকেটে লাওয়ে ওই কিশোরীকে বিয়ে করেন।
ঘানার স্থানীয় চ্যানেল অ্যাবলেডে এ বিয়ের বিস্তারিত ভিডিও দেখানো হয়। ভিডিওতে বিয়ের সময় তাদের সম্প্রদায়ের অনেককে উপস্থিত দেখা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে।
যদিও স্থানীয়রা জানিয়েছেন, বাইরের লোকজন তাদের এই আচার-নিয়ম সম্পর্কে জানে না বলেই এই বিয়ে নিয়ে সমালোচনা করছে।
নুঙ্গুয়া গোষ্ঠীর এক নেতা জানিয়েছেন, এটা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী প্রচলিত রয়েছে। আর কিছুই না। যারা এটার বিরোধিতা করছেন, করতেই পারেন; কিন্তু তাতে তাদের কিছু যায় আসে না।
ঘানার আইন অনুযায়ী, দেশটিতে বিয়ের নূন্যতম বয়স ১৮ বছর। দেশটিতে বাল্যবিয়ের প্রবণতা অনেক কমলেও, এখনো কিছু কিছু জায়গায় দেখা যায়।
বৈশ্বিক ক্যাম্পেইন পরিচালনাকারী এনজিও ‘গার্লস নট ব্রাইডস’- এর তথ্যানুসারে, ঘানার ১৯ শতাংশ মেয়ের ১৮ বছরের আগে বিয়ে হয়। আর ৫ শতাংশের হয় ১৫ বছরের আগেই।