Homeআন্তর্জাতিকসরকারি অনুষ্ঠানে লাল গালিচা বন্ধের নির্দেশ পাক প্রধানমন্ত্রীর

সরকারি অনুষ্ঠানে লাল গালিচা বন্ধের নির্দেশ পাক প্রধানমন্ত্রীর

সরকারি অনুষ্ঠানগুলোতে লাল গালিচা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শনিবার (৩০ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে। খবর এআরওয়াই নিউজের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি যেকোনো অনুষ্ঠানে ফেডারেল মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সফরের সময় লাল গালিচা ব্যবহার অপ্রয়োজনীয় বলে মনে করছেন প্রধানমন্ত্রী শাহবাজ। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লাল গালিচা ব্যবহার বন্ধে নির্দেশ দিয়েছেন তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এরই মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে পাকিস্তানে লাল গালিচা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে লাল গালিচা শুধুমাত্র কূটনৈতিক অভ্যর্থনায় ব্যবহার করা হবে।

বুধবার (২৭ মার্চ) প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফেডারেল মন্ত্রিসভার সদস্যরা দেশটির সরকারি ব্যয় কমাতে স্বেচ্ছায় তাদের বেতন এবং সুযোগ-সুবিধা ত্যাগ করার সিদ্ধান্ত নেন।

এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি দেশটির অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে বেতন ও সুযোগ-সুবিধা না নেয়ার ঘোষণা দেন।

Exit mobile version