প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বের মধ্যেই ইসরাইলের জন্য নতুন বোমা ও যুদ্ধবিমানের অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলায় মার্কিন কর্মকর্তাদের উদ্বেগের মধ্যেই গোপনে ইসরাইলে অস্ত্র পাঠানোর বিষয়টি অনুমোদন দিলেন বাইডেন। সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে এ নিয়ে একটি প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টিআরটি জানায়, চলতি সপ্তাহে নতুন করে ইসরাইলে অস্ত্র পাঠানোর অনুমোদন দেন বাইডেন। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্টেট ও প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, নতুন অস্ত্রের মধ্যে রয়েছে ১৮০০ এমকে৮৪ ও ২ হাজার পাউন্ড বোমা এবং ৫০০ এমকে৮২ ও ৫০০-পাউন্ড বোমা।
এর আগে গত সপ্তাহে ২৫ এফ-৩৫এ যুদ্ধবিমান ও ইঞ্জিন হস্তান্তরের অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান এক মার্কিন কর্মকর্তা।
ইসরাইলে অস্ত্র পাঠানোর অনুমোদনের বিষয়টি এখনও প্রকাশ্যে জানায়নি যুক্তরাষ্ট্র। এছাড়াও প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার ওয়েবসাইটে অস্ত্রসংশ্লিষ্ট কোনো ঘোষণা দেয়া হয়নি। যেখানে সাধারণত এই ধরনের বিজ্ঞপ্তিগুলো পোস্ট করা হয়।
শুক্রবার (২৯ মার্চ) ইসরাইলে নতুন করে অস্ত্র অনুমোদনের বিষয়ে বাইডেনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন,
যুক্তরাষ্ট্র একদিকে গাজায় নিরাপরাধ ফিলিস্তিনিকে হত্যা না করতে নেতানিয়াহুর পায়ে ধরবে আবার পরেরদিন তাকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র পাঠাবে, তা হয় না। এটা অশ্লীল।
স্যান্ডার্স জোর দিয়ে বলেন, আমাদের অবশ্যই এই জটিল পরিস্থিতির অবসান ঘটাতে হবে; ইসরাইলের কাছে আর বোমা নয়।
সস্প্রতি গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রকাশ্য দ্বন্দ্বের মধ্যেই নতুন করে অস্ত্র অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র। বিশেষ করে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো না দেয়ার পর দুই নেতার টানাপোড়েন চরমে পৌঁছেছিল।