ব্যাটিংয়ে আন্দ্রে রাসেলের কৌশল যতটা না ভালো, তার চেয়ে ভালো বোধহয় তার মাসল পাওয়ার। ছক্কা মারায় জুড়ি নেই এই ওয়েস্ট ইন্ডিয়ানের। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২৫ বলে ৬৪ রান করার পথে তিনি ছক্কাই মেরেছিলেন ৭টি, চার মাত্র ৩টি। বরাবারই বিধ্বংসী রাসেল আরও উন্নতির চেষ্টা করছেন।
দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন আন্দ্রে রাসেল। এর পেছনে আছে তার ফিটনেস রহস্য। চর্বি কমিয়ে কমাচ্ছেন ওজন, হচ্ছেন আরও ফিট। ওয়ার্কআউট করায় এরইমধ্যে নাকি ৪ প্যাক এসে গেছে তার, কাজ করছেন আরও দুই প্যাকের জন্য।
এসব নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের আগে রাসেল বলেন, ‘এই মুহূর্তে আমার ৪ প্যাক আছে। আরও ২ প্যাকের জন্য কাজ করছি। আরও ওজন কমাব, চর্বি কমাব। মনে হয় এটা আমার শরীরে কাজ করছে, পারফরম্যান্সেও।’
শারীরিক উন্নতির জন্য একটা লক্ষ্য ঠিক করেছেন রাসেল। ইউএফসি ফাইটারদের অনুসরণ করছেন তিনি। ক্যারিবীয়ান অলরাউন্ডার বলেন, ‘আমি একটা লক্ষ্য ঠিক করেছি। আমি ইউএফসি ফাইটারদের খেলা দেখতে ভালোবাসি। ওদের কত শক্তিশালী মনে হয়। এটা আমার জন্য মোটিভেশন হিসেবে কাজ করে। আমি জানি এটা (চর্বি কমানো) আমার ক্রিকেটেও সাহায্য করবে; বোলিং, ফিল্ডিং ও ব্যাটিংয়েও।’
সিক্স প্যাক প্রত্যাশা করলেও না পেলে কোনো সমস্যা দেখছেন না রাসেল। তিনি বলেন, ‘এটাকে আমি একটা প্লাটফর্ম হিসেবে নিচ্ছি। যদি কাজ না করে, তাহলে ঠিক আছে। আমি শক্তিশালী তো হব। তাতে ক্রিকেট মাঠে দারুণ দারুণ কিছু করতে পারব।’