Homeসর্বশেষ সংবাদনড়াইল ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেফতার

নড়াইল ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি।।

নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেফতার।

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ টিটু শেখ (৩০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ টিটু শেখ (৩০) নড়াইল জেলার কালিয়া থানাধীন সুমেরুখোলা গ্রামের মৃত আঃ ফিরোজ শেখ এর ছেলে। (২৯ মার্চ) সন্ধ্যার দিকে নড়াইল জেলার কালিয়া থানাধীন পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শহিদুল ইসলাম এর চায়ের দোকানে সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ টিটু শেখ (৩০)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পাঁচশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে ডিবির অভিযানে ছয়মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার (২৯ মার্চ) এনআই এ্যাক্টের মামলায় ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০,৫৭,৮০২/-টাকা জরিমানাপ্রাপ্ত আসামি রবিউল ইসলাম বিপুল কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামি রবিউল ইসলাম বিপুল নড়াইল জেলার কালিয়া থানাধীন কৃষ্ণপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জয়দেব বসু, এএসআই (নিঃ) সেলিম মুন্সি ও এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল জেলার কালিয়া থানাধীন চাচুড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Exit mobile version