জাতীয় নির্বাচন ঠেকাতে মার্কিনিদের নির্দেশেই বিএনপি আগুন দিয়ে গাড়ি পুড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। তবে আন্দোলন সংগ্রাম যতই করুক দলটিকে আরও পাঁচ বছর অপেক্ষা করতে বললেন তিনি।
শনিবার (৩০ মার্চ) সকালে কেরানীগঞ্জের নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অ্যাডভোকেট কামরুল ইসলাম এসব কথা বলেন।
আওয়ামী লগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, মার্কিনিদের নির্দেশেই আগুন দিয়ে গাড়ি পুড়িয়েছে বিএনপি। এখন ভারত বিরোধিতাও করছে। আওয়ামী লীগ কোনো দেশের এজেন্ট না। জনগণের ভোটে ক্ষমতায় এসেছে।
কামরুল ইসলাম বলেন, নির্বাচনে না এসে বিএনপি ভয়ে পালিয়ে থাকে। তাদের নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। উল্টো রাজনৈতিক ও সামাজিক পরিবেশ নষ্ট করছে দলটি। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। তাদেরকে প্রতিহত করতে হবে।
বাজার দরের ঊর্ধগতি প্রসঙ্গে তিনি বলেন, গরিব মানুষের পাশে আছে সরকার। মানুষ ভালো আছে শুধু বিএনপির লোকজন ভালো নাই। জিনিসপত্রের দাম বেশি ছিল, এখন কমতে শুরু করেছে।
মে মাসে কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনে সবাইকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে কামরুল ইসলাম বলেন, সামনে স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচন। ভোট সুষ্ঠু হবে।
অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে প্রায় তিন হাজার পিস শাড়ি, লুঙ্গি, থ্রিপিস বিতরণ করা হয়।