Homeখেলাকোহলির সেই ভক্তকে বেধড়ক মেরেছে নিরাপত্তা কর্মীরা

কোহলির সেই ভক্তকে বেধড়ক মেরেছে নিরাপত্তা কর্মীরা

গত সোমবার (২৫ মার্চ) বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিলো পাঞ্জাব কিংস। বেঙ্গালুরুর ইনিংসের ব্যাট করার সময় কোহলির এক ভক্ত মাঠে ঢুকে গিয়ে তার পা ছুঁয়ে সালাম করে। তখনই নিরাপত্তা কর্মীরা তাকে মাঠ থেকে তুলে নিয়ে যায়। পরে এক ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের বাইরে সেই ভক্তকে বেধড়ক মারধর করেন নিরাপত্তা কর্মীরা।

পাঞ্জাব কিংসের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জিতিয়েছেন বিরাট কোহলি। তার ৪৯ বলে ৭৭ রানের ইনিংসে ছিল ১১ চার ও দুইটি ছক্কার মার। ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে না পারলেও, কোহলির আউটের সময় জয়ের দ্বারপ্রান্তেই চলে গিয়েছিল আরসিবি।

তবে ইনিংসের ১৭তম ওভারে কোহলির এক ভক্ত গ্যালারি থেকে বাউন্ডারি পার হয়ে সোজা তার কাছে চলে আসেন। এসেই কোহলির পা ধরে সালাম করেন। তবে নিরাপত্তা কর্মীরা তাকে মাঠ থেকে উঠিয়ে নিয়ে যায়।

পরে স্টেডিয়ামের বাইরে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তিকে দুইজন নিরাপত্তা কর্মী চোখ, মুখ, মাথা ও পিঠে ঘুসি মারার পাশাপাশি তার হাঁটুর ভাঁজে লাথি মারেন। শুধু তাই নয়, সেই ভক্তকে পুলিশের কাছে তুলে দেয় তারা। পরে হাতজোড় করে পুলিশের কাছে ক্ষমা চান সেই ভক্ত। কোহলির সেই ভক্তকে মারধর করায় নিরাপত্তা কর্মীদের নিয়ে কঠোর সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সেই নিরাপত্তা কর্মীদের আচরণ দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে সকলেই তাদের নিষিদ্ধের কথা বলছেন।

Exit mobile version