কলকাতা বিমানবন্দরে নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক কর্মী। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতের বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে টাইমস নাউ জানিয়েছে, সিআইএসএফের ওই কর্মীর নাম শ্রী বিষ্ণু (২৫)। তার বাড়ি তেলেঙ্গানায়। ২০২২ সাল থেকে সিআইএসএফ-এ কর্মরত ছিলেন তিনি।
বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোর পাঁচটার দিকে হঠাৎ কলকাতা বিমান বন্দরের পাঁচ নম্বর গেটে গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়। আওয়াজ পেয়ে কর্মরত সিআইএসএফ কর্মী থেকে শুরু করে সবাই তৎপর হয়ে ওঠেন। খোঁজ নিয়ে দেখা যায়, পাঁচ নম্বর গেঠের টাওয়ার থেকে গুলির শব্দ এসেছে।
তাৎক্ষণিক কর্মীরা টাওয়ারের ওপর উঠে সি বিষ্ণুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাকে সেখান থেকে ভিআইপি রোডের কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, শ্রী বিষ্ণু কর্তব্যরত অবস্থায় নিজের রাইফেল থেকে নিজেকে থুতনির নিচে থেকে গুলি করেছিলেন।
ঘটনার পরপরই বিমানবন্দরে সিআইএসএফের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিমানবন্দর থানার পুলিশ পৌঁছান। কী কারণে ওই কর্মী আত্মহত্যার চেষ্টা করেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।