গাজা যুদ্ধের কারণে ইসরাইল আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে। তাই ইসরাইলের যুদ্ধ শেষ করা উচিত বলে মনে করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসরাইলি পত্রিকা দৈনিক ইসরাইল হায়েমকে এক সাক্ষাৎকার দেন ট্রাম্প। দৈনিকটি সোমবার (২৫ মার্চ) এ সাক্ষাৎকারটি প্রকাশ করে। ওই সাক্ষাৎকারের ভিডিও পত্রিকাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, হামাস যেভাবে ইসরাইলের দক্ষিণাঞ্চলে হত্যাকাণ্ড চালিয়েছে তা এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে দুঃখজনক ঘটনার একটি। তবে আমি বলবো, এই যুদ্ধ বন্ধ করতে হবে। অবশ্যই এটা শেষ করতে হবে, এটার অবসান ঘটাতে হবে।
এ সময় ট্রাম্পকে প্রশ্ন করা হয়,হামাসের ওই হামলায় নিজের পরিবারের সদস্যরা নিহত হলে তার প্রতিক্রিয়া কেমন হতো? জবাবে ট্রাম্প বলেন,
আমি বলতে পারি, আপনারা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন আমিও অনেকটা তেমন প্রতিক্রিয়াই দেখাতাম। তখন সাহস দেখাতেই হতো। একমাত্র বোকারাই ওমনটা করবে না। ওটা ভয়ঙ্কর হামলা ছিল।
সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তাই আমি যখন দেখি লোকজন ৭ অক্টোবর নিয়ে কথা বলছে না; বরং ইসরাইল কতখানি আক্রমণাত্মক শুধু সেটা নিয়ে কথা বলছে, তখন আমার বিরক্ত লাগে।