Homeখেলা১২ বছর পর ফাইনাল চেন্নাইয়ে, জানা গেল প্লে-অফের সূচি

১২ বছর পর ফাইনাল চেন্নাইয়ে, জানা গেল প্লে-অফের সূচি

ভারতের সাধারণ নির্বাচনের কারণে চলমান আইপিএলের পূর্নাঙ্গ সূচি ঘোষণা করেনি বিসিসিআই। ৭ এপ্রিল পর্যন্ত প্রথম ২১ ম্যাচের সূচিই শুধু ঘোষণা করা হয়েছিল। তাই প্লে-অফ বা ফাইনালের সূচি বা ভেন্যু সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি এতদিন। তবে অবশেষে জানা গেল এবারের আইপিএলের প্লে-অফ রাউন্ডের তিন ম্যাচ ও ফাইনালের সূচি।

দীর্ঘ ১২ বছর পর আইপিএলের ফাইনাল আয়োজন করছে চেন্নাই। চলমান আইপিএলের ফাইনালের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামকে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আগামী ২৬ মে চিপকে ২০২৪ আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।

এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। যথাক্রমে ২১ মে ও ২২ মে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। আর চেন্নাইয়ে ২৪ মে দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে।

আসন্ন সাধারণ নির্বাচনের জন্য আইপিএলের পরের দিকের ম্যাচগুলো ভারতের মাটিতে হওয়া নিয়ে শঙ্কা থাকায় এতদিন সূচি ঘোষণা করা হয়নি। তবে শেষ পর্যন্ত সবগুলো ম্যাচ ভারতেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ২০১২ সালের পর আইপিএলের ফাইনাল আয়োজন করা হচ্ছে। সেবার শ্বাসরুদ্ধকর ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হেরে গিয়েছিল স্বাগতিক চেন্নাই।

সাধারণত যে দল আইপিএলের শিরোপা জেতে তাদের ঘরের মাঠে পরবর্তী আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়ে থাকে। তবে চেন্নাইয়ের বেলায় এই নিয়মের ব্যতিক্রম লক্ষ্য করা যায়। তাই ট্রফি জেতা সত্বেও ২০১৯ ও ২০২২ সালের আইপিএলের ফাইনাল আয়োজনের সুযোগ পায়নি চেন্নাই। তবে গত বছর শিরোপা জেতার পর এবার ফাইনাল আয়োজনের স্বত্ব পেল চেন্নাই।

এখন পর্যন্ত প্রকাশিত সূচি অনুযায়ী এপ্রিলের ৭ তারিখে শেষ ম্যাচে মুখোমুখি হবে লখনৌ সুপার জায়ান্ট ও গুজরাট টাইটান্স। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ৮ এপ্রিল ২২ নম্বর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে।

উল্লেখ্য, ভারতের সাধারণ নির্বাচনের প্রথম পর্ব আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর গণনা চলবে ৪ জুন পর্যন্ত।

সর্বশেষ খবর