বিরাট কোহলির ফিফটির পর দিনেশ কার্তিক ও মহিপাল লমরর দারুণ ক্যামিও ইনিংসে ভর করে ঘরের মাঠে ঘুরে দাঁড়াল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
চিন্নাস্বামী স্টেডিয়ামে সোমবার (২৫ মার্চ) পাঞ্জাব কিংসকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছে বেঙ্গালুরু। ১৭৭ রান তাড়া করতে নেমে ৪ উইকেট ও ৪ বল হাতে রেখে জয় তুলে নেয় কোহলির দল।
আইপিএলের ১৭তম আসরটা হার দিয়ে শুরু করেছিল বেঙ্গালুরু। চিদাম্বরাম স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরেছিল তারা। সে ম্যাচে ২০ বলে ২১ রান করে মুস্তাফিজুর রহমানের শিকার হয়েছিলেন তিনি। তবে পাঞ্জাবের বিপক্ষে ব্যাট করেছেন দায়িত্ব নিয়েই। রান তাড়ায় নেমে একপ্রান্তে ধস নামলেও অপরপ্রান্ত আগলে রাখেন কোহলি।
৪৯ বলে ১১ চার ও ২ ছক্কায় ৭৭ রান করে শেষ পর্যন্ত দলীয় ১৩০ রানে আউট হন কোহলি। তখনও জয়ের জন্য দলের প্রয়োজন ছিল ২৪ বলে ৪৭ রান। পাঁচ উইকেট হারানো দলটার শেষদিকের কঠিন কাজটা সহজ করে দেন দিনেশ কার্তিক ও ইমপ্যাক্ট খেলোয়াড় মহিপাল লমরর। কার্তিক ১০ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৮ আর মহিপাল ৮ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। এদিন দলের তিন বিদেশি তারকা ফাফ ডু প্লেসি, ক্যামেরন গ্রিন ও গ্লেন ম্যাক্সওয়েলের প্রত্যেকে মাত্র ৩ রান করে আউট হয়েছিলেন।
পাঞ্জাবের পক্ষে দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৩ রান খরচায় ২ উইকেট নেন হারপ্রিত ব্রার। ২৩ রান খরচায় ২ উইকেট নেন কাগিসো রাবাদা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছিল পাঞ্জাব। অধিনায়ক শিখর ধাওয়ান ৫ চার ও ১ ছক্কায় ৩৭ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন। শেষদিকে ৮ বলে ২১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন শশাঙ্ক সিং। এছাড়া জিতেশ শর্মা ২০ বলে ২৭, প্রবসিমরান ১৭ বলে ২৫ ও স্যাম কারান ১৭ বলে ২৩ রান করেন। বেঙ্গালুরুর পক্ষে ২টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল।