Homeখেলাপার্পেল ক্যাপ নিয়েই মাঠে নামছেন মুস্তাফিজ

পার্পেল ক্যাপ নিয়েই মাঠে নামছেন মুস্তাফিজ

আইপিএলে টানা দ্বিতীয় জয়ের খোঁজে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। এম চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে মঙ্গলবার (২৬ মার্চ) রাত ৮টায়। যেখানে পার্পেল ক্যাপ পরে মাঠে নামবেন মুস্তাফিজুর রহমান।

আইপিএল অভিষেকে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ১৭ উইকেট নিয়ে আলো ছড়িয়েছিলেন মুস্তাফিজ। পেয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। তবে পরের আসরগুলোতে ছিলেন নিজের ছায়া হয়ে।

এবার ১৭তম আসরে তার দল পাওয়া নিয়েই ছিল সংশয়। শেষ মুহূর্তে কাটার মাস্টারকে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন সাতক্ষীরা সায়ানাইড। রাজসিক অভিষেকে ২৯ রানে ৪ উইকেট নিয়ে দলকে উপহার দিয়েছেন ৬ উইকেটের বড় জয়। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

চারদিকে শুধুই ফিজ বন্দনা। আরসিবি বধের পর এবার চেন্নাইয়ের সামনে দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের চ্যালেঞ্জ। চেন্নাাইয়ের ঘরের মাঠ এম চিদাম্বরমে টানা দ্বিতীয় জয়ের খোঁজে সিএসকে। এ ম্যাচের আগে সুখবর পেয়েছে চেন্নাই। ফিট হয়ে উঠেছেন মাথিশা পাথিরানা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন পাথিরানা। এবার লঙ্কান এই ক্রিকেটারের ফেরায় কি জায়গা হারাচ্ছেন মুস্তাফিজ?

ব্যাঙ্গালুরুর বিপক্ষে জয়ের ম্যাচে মুস্তাফিজ দারুণ বোলিং করলেও নিজের কোটার শেষ ওভারে বেশ খরুচে ছিলেন। ডেথ ওভারে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তুষার পান্ডেরাও। এ জায়গায় চেন্নাইয়ের তুরুপের তাস হতে পারেন পাথিরানা। নিখুত ইয়র্কারে গেল বছর চেন্নাইয়ের পঞ্চম শিরোপা জয়ে ভূমিকা রেখেছিলেন। তবে পাথিরানাকে একাদশ রাখা নিয়ে এখনো কিছু জানায়নি চেন্নাই।

চেন্নইয়ের কন্ডিশনে সহায়ক ভূমিকা রাখতে পারেন মুস্তাফিজ। পাথিরানা ফিরলেও ফিজকে একাদশে রাখার সম্ভাবনা বেশি টিম ম্যানেজমেন্টের। পাথিরানা ফিরলেও খেলতেই পারেন দুই পেসার। সেক্ষেত্রে বিদেশি কোটায় খেলা লঙ্কান স্পিনার মহেশ থিকসানার বাদ পড়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

পার্পেল ক্যাপ পরে গুজরাটের বিপক্ষেও ধারাবাহিকতা ধরে রাখে চান কাটার মাষ্টার। বাঙ্গালি জাতির স্বাধীনতা দিবসে সমর্থকরাও তাকিয়ে আছে চিদাম্বরমে ফিজের অগ্নিঝরা পেসের আশায়।

সর্বশেষ খবর