বলিউড বাদশা যে চেইন স্মোকার এটা তিনি নিজেই স্বীকার করেছেন এর আগে। এবার সিগারেট মুখে নিয়ে ভাইরাল হয়েছে তার ভিডিও।
শুক্রবার (২২ মার্চ) রাতে কলকাতার ইডেন গার্ডেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে (আইপিএল) মুখোমুখি হয়েছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।
শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স জেতার পর তার ধূমপানের ভিডিও চোখে পড়েছে নেটিজেনদের। শুরু হয়েছে তুমুল বিতর্ক। শাহরুখ মানেই সবকিছু মাফ এমনটিতো নয়! বিষয়টি বোঝা গেছে ভিডিওটি সামনে আসার পর।
জানা গেছে, ভিডিওটি ইডেনের ভিভিআইপি গ্যালারির এবং ম্যাচ চলাকালীন টেলিভিশনের ক্যামেরায় ধারণকৃত। ভিডিওটি দেখে অনেকে বলছেন, শাহরুখের যে ধূমপানের অভ্যাস রয়েছে, তা অনেকেই জানেন। কিন্তু তাই বলে স্টেডিয়ামের ভেতরে কেন? গ্যালারিতে বসে? এমন প্রশ্ন তুলেছেন অনেকেই।
গতবছরটা বেশ জমিয়ে উপভোগ করেছেন কিং খান। তিন তিনটা সিনেমায় সুপারহিট তার। নতুন বছর নতুন ঘোষণার জন্য অপেক্ষা করছেন ভক্তরা।