বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে ফিরতি লেগের হোম ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। প্রথম ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা। কুয়েতে ৫-০ গোলে বিধ্বস্ত হলেও, কিংস অ্যারেনায় ফিলিস্তিনকে হারানো সম্ভব বলে মনে করেন ডিফেন্ডার তপু বর্মন।
কুয়েত থেকে দীর্ঘ ভ্রমণ শেষে বিশ্রামের ফুরসত মেলেনি বাংলাদেশ ফুটবল দলের। দেশে ফেরার ১৫ ঘন্টা ব্যবধানে কিংস অ্যারেনার অনুশীলন মাঠে পুরো দল নিয়ে হাজির কোচ হাভিয়ের কাবরেরা। ফুটবলারদের চোখে মুখে দীর্ঘ ভ্রমণের ক্লান্তির ছাপ থাকলেও ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচের আগে পাওয়া পুরো সময় কাজে লাগাতে চান বাংলাদেশ কোচ। কারণ অ্যাওয়ে ম্যচে যে ৫-০ ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা আছে লাল- সবুজ বাহিনীর।
মাঠে নেমেই হালকা ওয়ার্ম আপ করেই গা গরম করে নেন জামাল-তপুরা। এরপরেই শুরু হয় মূল অনুশীলন। আগের ম্যাচের ভুলগুলো নিয়ে ফুটবলারদের সঙ্গে বোঝাপড়াটা সেরে নেন কাবরেরা।
কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে প্রথমার্ধের শেষ ৫ মিনিট ও দ্বিতীয়ার্ধের শুরুর ১০ মিনিটেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। মূলত ডিফেন্ডারদের ছোটো ছোট ভুলের খেসারত দিতে হয়ে লাল সবুজকে। তাই ফিরতি লেগের আগে সেই ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়াতে চান স্প্যানিশ বস।
গণমাধ্যমকে কাবরেরা বলেন, ‘কুয়েতে প্রথমার্ধের শেষের দিকে আমরা দুটি গোল হজম করে ফেলি। দ্বিতীয়ার্ধের শুরুটাও ভালো হয়নি। ছেলেরা সেই চাপ নিতে পারেনি। কিন্তু প্রথম ৪০ মিনিট আমরা দুর্দান্ত খেলেছি। এখন আমাদের সেই ম্যাচের ভুলগুলো খুঁজে বের করে তা নিয়ে কাজ করা উচিত। আমরা পরবর্তী ম্যাচ নিয়ে ইতিবাচক। কারণ হোমে আমরা শক্তিশালী। আর ফিলিস্তিনের বিপক্ষে প্রথম ম্যাচে আমাদের পরিকল্পনা ভুল ছিল না। যে সুযোগ দুটি পেয়েছি তা কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।’
ডিফেন্ডারদের ব্যর্থতায় কুয়েতে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। শক্তিশালী হলেও হোমে ফিলিস্তিনকে হারানো সম্ভব বলে মনে করেন তপু বর্মন। আর কিংস অ্যারেনায় নিজেদের সেরাটাই উজাড় করে দিতে চান ফুটবলাররা। লাল সবুজের আত্মবিশ্বাস আরও বাড়াচ্ছে এই মাঠের অতীত অভিজ্ঞতা।
তপু বলেন, আমার কাছে মনে হয় যে আমরা যদি টোটাল ডিফেন্ডিংটা করতাম, তাহলে ম্যাচ হারতাম কিন্তু এত গোল হজম করতাম না। কামব্যাক করতে হলে ওদের বিপক্ষে ৫-০ গোলে জিততে হবে, সেটা মূখ্য না। আমাদের মাঠে যদি ওদের আমরা ১-০ গোলে হারাই সেটাই যথেষ্ট। আমাদের ওই লক্ষ্যটাই আছে।’
মিডফিল্ডার সোহেল রানা বলেন, ‘ঘরের মাঠে নিজেদের সেরাটা দিয়ে তাদের বিপক্ষে ভালো একটা ফল আনার চেষ্টা থাকবে। খেলোয়াড়দের মধ্যে সে আত্মবিশ্বাস আছে। আগের ম্যাচে আমরা যে ভুলগুলো করেছি, সে সব নিয়ে আমরা অনুশীলনে কাজ করেছি।’
বাংলাদেশ অনুশীলন করলেও টিম হোটেলে বিশ্রামে দিন পার করেছে ফিলিস্তিন ফুটবল দল। আগামী ২৬ মার্চ দ্বিতীয় লেগে কিংস অ্যারেনায় ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে চার দলের মধ্যে তলানিতে অবস্থান জামালদের। ৩ ম্যাচে এক ড্রয়ে তাদের পয়েন্ট ১। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লেবাননকে পেছনে ফেলে টেবিলের দুইয়ে উঠে এসেছে ফিলিস্তিন। ৩ ম্যাচের সবকটিতে জয় তুলে শীর্ষে অস্ট্রেলিয়া।