Homeআন্তর্জাতিকমস্কোয় হামলার জন্য দায়ী কে?

মস্কোয় হামলার জন্য দায়ী কে?

রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর শোকে স্তব্ধ গোটা দেশ। রাশিয়ার ইতিহাসে সবচেয়ে বর্বরোচিত এ হামলার পর পরিস্থিতি স্বাভাবিক হলেও কাটেনি আতঙ্ক। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করলেও রাশিয়া দাবি করেছে, এই হামলার সঙ্গে ইউক্রেন জড়িত। তবে রাশিয়ার অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে জড়ো হয়েছিল শত শত মানুষ। তবে, গান শুরু হওয়ার মাত্র কয়েক মিনিট আগে কয়েকজন সশস্ত্র ব্যক্তি থিয়েটারে ঢুকে নির্বিচারে গুলি ছুড়তে শুরু করেন। এ ঘটনায় ১৩৩ জনের মৃত্যু হয়েছে বলে সবশেষ জানা গেছে। এছাড়া আরও প্রায় দেড়শ মানুষ আহত হয়েছেন।

নৃশংস ওই হামলার পর শনিবার (২৩ মার্চ) জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জড়িতদের শাস্তির মুখোমুখি করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নির্বাচনের ঠিক পরই সন্ত্রাসীদের এমন তাণ্ডবের পর অভ্যন্তরীণভাবে বেশ চাপের মুখে পড়েছেন রুশ প্রেসিডেন্ট। কাদের ইশারায় ঘটানো হলো এমন ভয়াবহ হামলা, কারাই বা এর মাস্টারমাইন্ড তা জানতে চলছে গভীর তদন্ত।

রাশিয়ার নিরাপত্তা বাহিনী বলছে, দীর্ঘদিনের পরিকল্পনার পর খুবই সুক্ষ্মভাবে চালানো হয়েছে হামলা। ব্যাপক আকারে হত্যাযজ্ঞ চালানোই মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাসীদের।

হামলার আগে খুবই সতর্কভাবে সংগ্রহ করা হয় অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ। ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চল থেকে আটক জড়িতদের জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে এমন তথ্য।

তবে হামলাকারীদের পরিচয় বা কোন দেশের নাগরিক সেবিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কোথায় থেকে অস্ত্রের যোগান আসল এবং হামলাকারীদের অর্থের উৎস আর নির্দেশদাতাদের খুঁজে বের করতেই মনোযোগী এখন রুশ সরকার।

রাশিয়ার নিরাপত্তা বাহিনী বলছে, হামলাকারীরা ইউক্রেনে পালানোর চেষ্টা চালাচ্ছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাদেরকে পালিয়ে যেতে ইউক্রেনের দিক থেকেও প্রস্তুত ছিল আরেকটি দল।

ভয়াবহ এ হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস ভিডিও প্রকাশ করলেও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি মস্কো।

উল্টো রাশিয়ার ধারণা, জঙ্গিগোষ্ঠী নয়, পুতিন সরকারকে চাপে ফেলতে অন্য কোনো পক্ষ চালাতে পারে নারকীয় এ তাণ্ডব।

হামলার পর তড়িঘড়ি করে পশ্চিমা সংবাদমাধ্যমগুলোতে জঙ্গিগোষ্ঠী আইএসের দায় স্বীকারের খবর প্রচার। ঘটনার দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি। সবকিছুই ভাবাচ্ছে পুতিন প্রশাসনকে।

প্রাথমিকভাবে অভিযোগের তীর ইউক্রেনের দিকে হলেও তা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া নিজেই হামলা চালিয়ে কিয়েভের ওপর দায় চাপানোর চেষ্টা করছে বলেও দাবি তার।

সর্বশেষ খবর