বাংলাদেশের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন চেন্নাই সুপার কিংসের শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা। যে কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আইপিএলের উদ্বোধনী ম্যাচটি খেলতে পারেননি তিনি। প্রথম ম্যাচ খেলতে না পারলেও এরইমধ্যে চেন্নাইয়ে যোগ দিয়েছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পাথিরানার ম্যানেজার অমিলা কালুগালেজের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাথিরানা চেন্নাইয়ে পৌঁছে গেছেন। দলে যোগ দিলেও লঙ্কান পেসার কবে নাগাদ ম্যাচ খেলতে পারবেন, তা এখনও জানা যায়নি।
পাথিরানাকে ট্যাগ করে অমিলা এক্সে এক পোস্টে লেখেন, ‘সে এইমাত্র চেন্নাইয়ে পৌঁছাল।’
গত ৬ মার্চ বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোটে পড়েছিলেন পাথিরানা। বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১-এর চোট ধরা পড়ে তার। ফলে তৃতীয় ম্যাচে খেলতে পারেননি তিনি। চোটের কারণে আগেভাগে চেন্নাইয়েও যোগ দেয়া হয়নি।
পাথিরানা চেন্নাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার। গত বছর দলটির চ্যাম্পিয়ন হওয়ার পথে ১২ ম্যাচে দলীয় সর্বোচ্চ ১৯ উইকেট শিকার করেছিলেন তিনি।
প্রসঙ্গত, মুস্তাফিজুর রহমানের পেস তোপে এবারের আসরের প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছে চেন্নাই। বেঙ্গালুরুকে শুরুতে ১৭৩ রানে আটকে ৮ বল হাতে রেখে জয় পায় তারা। জয়ের পথে মুস্তাফিজ ২৯ রান দিয়ে নেন ৪ উইকেট, হন ম্যাচসেরাও।