Homeখেলাস্পেনের বিপক্ষে কলম্বিয়ার প্রথম জয়

স্পেনের বিপক্ষে কলম্বিয়ার প্রথম জয়

১৯৭৯ সালে প্রথম বার স্পেনের মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকা অঞ্চলের দেশ কলম্বিয়া। প্রথম দেখার প্রায় অর্ধশত বছর পর তাদের বিপক্ষে জয় পেল হামেস রদ্রিগেজের দল।

প্রীতি ম্যাচে ইংল্যান্ডের লন্ডনে স্পেনকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। লাতিন আমেরিকা অঞ্চলের দেশটির জয়ে একমাত্র গোলটি করেছেন ক্রিস্টাল প্যালেস রাইটব্যাক ডানিয়েল মুনজ।

এমন কোনো ম্যাচ নেই স্পেন আধিপত্য বিস্তার করে খেলে না। লন্ডন স্টেডিয়ামেও তার ব্যতিক্রম হয়নি। হামেস রদ্রিগেজের দলকে শুরু থেকে কোণঠাসা করে রাখে লা ফুয়েন্তের শিষ্যরা। বল দখল, শট, শট অন-টার্গেট; সবকিছুইতেই এগিয়ে ছিল স্পেন। জয়টাই শুধু পায়নি তারা।

প্রথমার্ধে প্রবল চেষ্টার পরও কোনো দল জালের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধেও তা চলছিল। ৬১ মিনিটে লিভারপুল ফরোয়ার্ড লুইজ দিয়াজের পাস থেকে ডেডলক ভাঙেন মুনজ।

স্পেন ও কলম্বিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৬ ম্যাচে। ৬ ম্যাচের মধ্যে স্পেন জিতেছে ৪টিতে, একটি ম্যাচ ড্র।

সর্বশেষ খবর