পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে কিলিয়ান এমবাপ্পে এই জুলাইয়ে রিয়াল মাদ্রিদে আসতে পারেন, এই গুঞ্জন এখন প্রায় সবারই জানা। ফরাসি তারকা যে আসলেই স্প্যানিশ ডেরায় যোগ দিতে যাচ্ছেন, তার প্রমাণ মিলল দানি কারভাহালের কথায়।
লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো পরবর্তী সময়ে এমবাপ্পেকে মনে করা হচ্ছে সবচেয়ে প্রতিভাবান তারকা। কারভাহালও এমবাপ্পেকে সেরা বলে অভিহিত করলেন। রিয়াল মাদ্রিদের এই রাইটব্যাক বলেন, ‘তারা (রিয়াল মাদ্রিদ) আমাদের এখনও কিছুই বলেনি। মনে হয় ও (এমবাপ্পে) আসবে। মাদ্রিদে সেরা খেলোয়াড়কে আসতেই হয়। এমবাপ্পে বর্তমানে সেরা খেলোয়াড়।’
মেসি-রোনালদো সময়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতা ছিল লা লিগায়। এখন তাতে কিছুটা ভাটা পড়েছে বৈকি! এমবাপ্পে আসলে যে সেটায় নতুন করে জোয়ার লাগবে তাও অনুমেয়। কারভাহালও মনে করেন তা-ই। স্প্যানিশ এই ফুটবলার বলেন, ‘লিগ আর আমাদের ফুটবলের জন্য ভালো হবে, ও আসলে। লেওয়ান্ডোভস্কি যেমন বার্সেলোনায় গেছে।’
পিএসজিতে লিওনেল মেসি ও নেইমারদের সঙ্গে কিছুটা ঝামেলা ছিল এমবাপ্পের। রিয়াল মাদ্রিদে আসলে দলের ড্রেসিংরুমে এরকম কিছু হবে কিনা, এমন প্রশ্নে কারভাহাল বলেন, ‘না। তবে যারা ক্লাবে দীর্ঘদিন ধরে আছেন, তারা একই দিকে চলেন। কেউ একটু ভিন্ন দিকে পা বাড়ালেই তাকে সঠিক পথে ফিরিয়ে দেয়া হয়।’