নাপোলির ব্রাজিলিয়ান ডিফেন্ডার জুয়ান জেসুসের বিপক্ষে বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠায় ইন্টার মিলানের ডিফেন্ডার ফ্রান্সেস্কো অ্যাসারবিকে ইতালির ক্যাম্প থেকে সরে দাঁড়িয়েছেন। তার বদলি হিসেবে আসন্ন প্রীতি ম্যাচের জন্য ইতালির ক্যাম্পে যোগ দিয়েছেন জিয়ানলুকা মানচিনি।
ঘটনাটা গত রোববার (১৭ মার্চ) ইন্টার মিলান ও নাপোলির মধ্যকার ম্যাচে। ম্যাচের একটা সময় ইন্টার ডিফেন্ডার অ্যাসারবি বর্ণবাদী শব্দ ব্যবহার করেছেন বলে অভিযোগ তুলেছেন জেসুস। যদিও জেসুস এটাও বলেছেন, পড়ে অ্যাসারবি তার কাছে ক্ষমা চেয়েছেন।
এদিকে ৩৬ বছর বয়সী এই ডিফেন্ডার বর্ণবাদীর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো বর্ণবাদী বাক্য বলিনি। আমি ২০ বছর ধরে ফুটবল খেলছি এবং আমি জানি আমি ম্যাচে কি বলি।‘
ইতালির এই ডিফেন্ডার আরও বলেন, ‘মাঠে অনেক কিছুই ঘটে… কিন্তু রেফারি যখন তার বাঁশি বাজান, তখন সবকিছু আগের মতো হয়ে যায়। একসময় বিশ্বের কোথাও বর্ণবাদ থাকবে না। কিন্তু আমি দুঃখিত, আমাকে জাতীয় দলের ক্যাম্প ছাড়তে হচ্ছে।‘
এদিকে ইতালির কোচ স্প্যালেত্তি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘আমাদের এমন এক ফুটবলারের সঙ্গে এই ঘটনা ঘটেছে, যে দলের খুব গুরুত্বপূর্ণ একজন ডিফেন্ডার। ফ্রান্সেস্কো আমাকে বলেছিল যে এটি বর্ণবাদের ঘটনা নয়। তবে আমাদের অবশ্যই আমাদের আচরণ সম্পর্কে সতর্ক থাকতে হবে।‘
আগামী ২১ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ইতালি। এরপর ২৪ মার্চ ইকুয়েডরের বিপক্ষে খেলবে আজজুরিরা।