Homeআন্তর্জাতিকরাখাইনের আরেকটি শহর দখল আরাকান আর্মির

রাখাইনের আরেকটি শহর দখল আরাকান আর্মির

মিয়ানমারের রাখাইন রাজ্যের আরেকটি শহর দখল করেছে আরাকান আর্মি (এএ)। বিদ্রোহী গোষ্ঠীটির হামলার মুখে রাজ্যটির রাথিডং শহর ছেড়ে পালিয়েছে দুই শতাধিক সেনা।

সোমবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতি। গেলো কয়েকমাস ধরে মিয়ানমারের বিভিন্ন রাজ্যে জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। সীমান্তবর্তী এলাকায় আরাকান আর্মির হামলায় কোনঠাসা হয়ে পড়েছে জান্তা বাহিনী। বিদ্রোহীদের হামলার মুখে একের পর এক ঘাঁটি ছেড়ে পালাচ্ছে সেনারা। রাখাইন, কাচিন রাজ্য, বাগো এবং সাগাইং অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে জান্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, গেল কয়েকদিন ধরে রাখাইন, কাচিন রাজ্য, বাগো এবং সাগাইং অঞ্চলে দুপক্ষের সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। এতে সেনাসদস্য ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর বেশ কয়েকজন হতাহত হবার খবর পাওয়া গেছে। রাখাইন রাজ্যের রাথিডং শহর দখলে নিয়েছে আরাকান আর্মি। সেখান থেকে পালিয়ে গেছে দুই শতাধিক সেনা। এছাড়া কাচিনে বিদ্রোহীদের হামলার মুখে ৭টি ঘাঁটি বেদখল হয়েছে জান্তার।

অন্যদিকে সাগাইং রাজ্যে জান্তা সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গেল কয়েকদিনে তীব্র সংঘর্ষ হয়েছে বিদ্রোহী গোষ্ঠীদের। এতে কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে। এক বিবৃতিতে পিপলস ডিফেন্স ফোর্স (কালায়) জানায়, হামলা চালিয়ে কালায় উপশহরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা।

সর্বশেষ খবর