যুক্তরাজ্যে যাওয়ার আগে বাংলাদেশে নাটক নির্মাণ করতেন পরিচালক জি এম ফুরুক। শনিবার (১৬ মার্চ) পূর্ব লন্ডনের একটি রাস্তা পার হচ্ছিলেন তিনি। বিপরীত দিক থেকে আসা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তারপরও শেষ রক্ষা হয়নি। মারা গেছেন পরিচালক।
তার মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অভিনেতা সাইফ খান। তিনি বলেন, ‘জি এম ফুরুক যুক্তরাজ্যে যাওয়ার আগে বাংলাদেশে নাটক নির্মাণ করতেন। একই সঙ্গে তিনি প্রযোজক ও সম্পাদনার কাজ করতেন।’
তার গ্রামের বাড়ি সিলেটে। প্রায় এক যুগ আগে তিনি পরিবার নিয়ে যুক্তরাজ্যে যান। সেখানেই আবাস গড়েছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি তিন সন্তান ও স্ত্রী রেখে গিয়েছেন। গত ডিসেম্বরে তিনি কন্যাসন্তানের জনক হন।
যুক্তরাজ্যে থাকলেও বাংলাদেশের সিনেমা নিয়ে অনেক স্বপ্ন দেখতেন ফুরুক। সেখানে থেকে দুটি সিনেমা বানিয়েছিলেন তিনি। কিন্তু সিনেমাগুলো দেখে যেতে পারলেন না। একটি সিনেমা যুক্তরাজ্য থেকে সেন্সর সনদ পেয়েছিল। সিনেমাটির শিগগির মুক্তির কথা ছিল।