Homeআন্তর্জাতিকদক্ষিণ কোরিয়ায় ব্লিংকেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় ব্লিংকেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সিউল সফরের মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার (১৮ মার্চ) নিজের পূর্ব জলসীমার দিকে স্বল্প-পাল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সিউলে গণতন্ত্রের শীর্ষ সম্মেলন শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া।

মার্কিন মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ বলছেন, উত্তর কোরিয়া নিজের পূর্ব জলসীমায়, যা জাপান সাগর নামেও পরিচিত, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিট থেকে ৮টা ২২ মিনিটের মধ্যে পরপর কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এগুলো পূর্ব উপকূলে প্রায় ৩০০ কিলোমিটার দূরত্বে গিয়ে সমুদ্রে পড়েছে।

জাপানের কোস্ট গার্ডও যারা উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। বলা হয়েছে, ‘ওই বস্তুটি’ ইতিমধ্যে সাগরে পড়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ১১ দিনব্যাপী ফ্রিডম শিল্ড যৌথ সামরিক মহড়া শেষ করার কয়েকদিন পরই এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার নিন্দা করে আসছে উত্তর কোরিয়া। এগুলোকে আগ্রাসনের প্রস্তুতি মহড়া বলে অভিহিত করেছে দেশটি।

পিয়ংইয়ং এই মাসের শুরুর দিকে সতর্ক করে বলেছিল, সিউল এবং ওয়াশিংটনকে এ বছরের ফ্রিডম শিল্ড ড্রিলের জন্য ‘চড়া মূল্য’ দিতে হবে।

সর্বশেষ খবর