শুক্রবার (১৫ মার্চ) সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। একই দিনে হয়েছে ইউরোপের দ্বিতীয় সেরা লিগ ইউরোপা লিগের ড্রও।
ইউরোপা লিগের ড্রয়ে সবচেয়ে বেশি নজর ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল এবং সিরি’আ জায়ান্ট এসি মিলানের দিকে। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা না পাওয়া এই দুই ক্লাব অবশ্য সহজ প্রতিপক্ষ পেয়েছে।
কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল মুখোমুখি হবে ইতালির ক্লাব আতালান্তার। এসি মিলান খেলবে স্বদেশি ক্লাব এএস রোমার বিপক্ষে। চলতি মৌসুমে উড়তে থাকা বেয়ার লেভারকুসেনের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। পর্তুগালের দল বেনফিকার প্রতিপক্ষ ফ্রান্সের অলিম্পিক মার্শেই।
প্রথম সেমিফাইনালে বেনফিকা-মার্শেই ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে লিভারপুল-আতালান্তা ম্যাচের জয়ী দল। দ্বিতীয় সেমিফাইনালে মিলান-রোমা ম্যাচের জয়ী দল খেলবে লেভারকুসেন-ওয়েস্ট হাম ম্যাচের জয়ী দলের বিপক্ষে।
কোয়ার্টার ফাইনালে আতালান্তার বিপক্ষে নিঃসন্দেহে ফেভারিট লিভারপুল। মিলান-রোমা ম্যাচেও সন্দেহাতীতভাবে এগিয়ে থাকবে মিলান। লেভারকুসেন এবং ওয়েস্ট হ্যাম ম্যাচে ফেভারিটের তকমা থাকবে মৌসুম জুড়ে দুর্দান্ত ফুটবল খেলা লেভারকুসেন।