আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জ আফগানিস্তানের। আগামীকাল শুক্রবার (১৫ মার্চ) মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। তার আগে আজ দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
গত বছর ওয়ানডে বিশ্বকাপে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিপক্ষে ম্যাচের পর থেকেই ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন রশিদ খান। অবশেষে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরছেন এই আফগান লেগ স্পিনার। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। চার মাস পর দলে ফেরা রশিদ খান এই সিরিজে আফগানদের নেতৃত্ব দেবেন।
বিশ্বকাপের পর নিতম্বের ইনজুরিতে ভোগা রশিদ খান সার্জারি করিয়েছিলেন। যে কারণে তিনি বেশ কিছু সিরিজ মিস করেন। মিস করেছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরও। অবশেষে আইপিএলের ঠিক আগে ক্রিকেটে ফিরলেন তিনি।
তার ফেরায় স্বস্তিতে গুজরাট টাইটান্সও। আইপিএলে ২৪ মার্চ গুজরাট নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের।
আয়ারল্যান্ড সিরিজের আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), ইবরাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ইজাজ আহমাদজাই, ইবরাহিম রাহিমি, মোহাম্মদ নবি, নানজিয়ালাই খারোটি, আজমতউল্লাহ ওমরজাই, নুর আহমদ, মুজিব-উর রহমান, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ মালিক, নাভিন উল হক ও ফজলহক ফারুকি।