দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় নিজের ভাইয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
বুধবার (১৩ মার্চ) হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবেন বলে ঘোষণা দেন মমতার ভাই বুবুন বন্দ্যোপাধ্যায়। কলকাতার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
ভাইয়ের এ ধরনের মন্তব্যের প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজ থেকে ভাইয়ের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হলো। আমার পরিবার শুধুমাত্র পশ্চিমবঙ্গের মা, মাটি ও মানুষ। এর বাইরে আমার নিজের পরিবার বলে কিছু নেই।’
এসময় মমতা তার ভাইয়ের সম্পর্কে বলেন, ‘ওর বড় লোভ তৈরি হচ্ছে, সে কারণেই এমন করছে। আগেও বিভিন্ন সময়ে এরকম বিব্রত করেছে আমাদের। তাই আজ থেকে ওর সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই।’
বুধবার রাজ্যে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করেন মমতা। এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একইভাবে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে তীব্র নিন্দা জানান। বলেন, ‘গোটা বিষয়টির মধ্যে ধোঁয়াশা রয়েছে। বিজেপি সিএএ চালু করে কার্যত এনআরসি চালু করার ধাপ শুরু করেছে। এটা কোনভাবেই হতে দেয়া হবে না।’
এছাড়াও, বিজেপির এই উদ্যোগকে ‘জুমলা’ বলেও কটাক্ষ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত ১০ মার্চ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্যের ৪২ আসনের প্রার্থী তালিকা ও নাম প্রকাশ করে। সেখানে মমতা হাওড়া আসন থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন দুবারের নির্বাচিত তৃণমূল সাংসদ ফুটবলার প্রসূন ব্যানার্জীর নাম। আর এ নিয়েই তার নিজের পরিবারের মধ্যে শুরু হয় তীব্র মতবিরোধ।