সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় প্রতিনিধি।।
বোদায় নারীর সাথে অনৈতিক কর্মকান্ডে অভিযোগে ছাত্রলীগ সভাপতি আটক করা হয়েছে।
পঞ্চগড়ের বোদা উপজেলায় সাকোয়া ইউনিয়নে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ সভাপতি রামানন্দকে আটক করেছে স্থানীয় লোকজন।সোমবার (১১মার্চ) রাতে বোদা উপজেলার সাকোয়া ছত্রশিকারপুর এলাকার কাব্য এর বাড়ি থেকে তাকে আটক করা হয়।ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
আটক রামানন্দ রায় সাকোয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। নগর সাকোয়া এলাকার ধীরেনের ছেলে।
এলাকাবাসী ও ইউপি সদস্য দীপেন চন্দ্র বর্মন জানায়,আটকের পর রাত দুইটা পর্যন্ত আপোষের জন্য বসে সমাধান না হয়ে, মঙ্গলবার আপোষের জন্য দিন নির্ধারন করে চেয়ারম্যানের উপস্থিতিতে পরিবারের জিম্মায় দেয়া হয় রামানন্দকে।
শশী (ছদ্মনাম) নামের ওই নারী জানান,আমার কেলেঙ্কার হয়ে গেছে এখন আমার বিয়ে ছাড়া উপায় নাই।গত আট মাস ধরে রামানন্দের সাথে প্রেমের সম্পর্ক তার।
সাকোয়া ইউনিয়নের চেয়ারম্যান মো.হাফিজুর রহমান জানান,স্থানীয় জনগনের সাথে তাদের ভুল বুঝাবুঝি হয়েছে। অন্যকোন সমস্যা না। তারা দুজনেই দলীয়।