শুরু হয়েছে পবিত্র রমজান মাস। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ফজিলতপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মাস রমজান। এ পবিত্র মাসে মুসলিমরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিজেদের আহার থেকে বিরত রেখে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করে থাকে। রমজান শিক্ষা দেয় সংযমের, অশ্লীলতা পরিহারের।
ফুটবলের ব্যস্ত সূচি থাকলেও রমজান মাস প্রভাব ফেলছে খেলোয়াড়দের জীবনেও। এমনকি ইউরোপিয়ান শীর্ষ লিগের ফুটবলেও রমজান মাসের ছোঁয়া লেগেছে। পৃথিবীব্যাপীর মুসলিম সমর্থকদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসির মতো ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো।
শুধু শুভেচ্ছা জানিয়েই থেমে নেই ক্লাবগুলোর খেলোয়াড়রা। ইউরোপের বিভিন্ন লিগে মুসলিম খেলোয়াড়ের সংখ্যা নেহায়েত কম নয়। মোহামেদ সালাহ, অ্যান্টনিও রুডিগার, ইলকায় গুন্দোয়ান, আশরাফ হাকিমির মতো মুসলিম খেলোয়াড়রা মাতাচ্ছে ইউরোপের ফুটবল। তাদের অনেকেই রাখছেন রোজা।
ফুটবল ক্লাবগুলোও তাদের খেলোয়াড়দের রোজা পালনের সুযোগ করে দেয়ার ব্যবস্থা করছে। অনেক খেলোয়াড় সঠিকভাবে রমজানের শিক্ষা মেনে চলতে আরও কঠিন সিদ্ধান্ত পর্যন্ত নিচ্ছেন।
তাদেরই একজন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ খেলোয়াড় আমাদ দিয়ালো। আইভরি কোস্টের ২১ বছর বয়সী উইঙ্গার সঠিকভাবে রোজা পালনের জন্য সামাজি যোগাযোগমাধ্যমকে বিদায় জানিয়েছেন।
গত মৌসুমে সান্ডারল্যান্ডে ধারে খেলতে গিয়ে দারুণ পারফরম্যান্স দেখানোয় তাকে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরিয়ে আনেন এরিক টেন হ্যাগ। কিন্তু চলতি মৌসুমে ডাচ কোচের অধীনে খুব একটা সুযোগ মিলছে না তার। এরপর হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে উধাও হয়ে যান তিনি। ফলে নানা ধরণের গুঞ্জন শুরু হয়।
এরই প্রেক্ষিতে দিয়ালো স্ন্যাপচ্যাটে জানিয়েছেন, সঠিকভাবে রোজা পালন করতেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরে গেছেন তিনি। তিনি লিখেছেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার অ্যাকাউন্ট এক মাসের জন্য নিষ্ক্রিয় করে দিয়েছি, যেন আমি রমজানের দিকে মনযোগী হতে পারি। এটা আমার জন্য পবিত্র মাস এবং সামাজিক যোগাযোগমাধ্যম এমন একটি জায়গা যেখানে পানাহার থকে বিরত থাকার সময় অনেক বাজে জিনিস দেখতে হয়। ঘৃণা বন্ধ করুন, আমি য করেছি তাতে ভুল কিছু নেই।’
শীতকালীন দলবদলে গুঞ্জন উঠেছিল ক্লাব ছাড়ছেন দিয়ালো। কিন্তু শেষ পর্যন্ত ইউনাইটেডেই থেকে যান তিনি। তবে গ্রীষ্মকালীন দলবদলে নিজের ভাগ্য পরিবর্তনের চিন্তা করতে পারেন তিনি।