Homeখেলাপন্ত পুরোপুরি ফিট, ঘোষণা করল বিসিসিআই

পন্ত পুরোপুরি ফিট, ঘোষণা করল বিসিসিআই

পুরোপুরি ফিট ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশভ পন্ত। মঙ্গলবার (১২ মার্চ) ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেছে।

২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন পন্ত। এরপর দীর্ঘ ১৪ মাস পুনর্বাসনে ছিলেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। বিসিসিআই সচিব জয় শাহ পন্তের ফিটনেস বিষয়ে নিশ্চিত করে লিখেছেন, ‘২০২২ সালের ৩০ ডিসেম্বর উত্তরাখন্ডের রুর্কিতে জীবন-সংশয়ী সড়ক দুর্ঘটনার পর ১৪ মাসের পুনর্বাসন শেষে ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্তকে ২০২৪ সালের টাটা আইপিএলে খেলার জন্য ফিট ঘোষণা করা হয়েছে।’

এই দীর্ঘ সময়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেললেও বেঙ্গালুরু একাডেমীতে অনুশীলন ম্যাচ খেলেছেন পন্ত। সেখানে তার ব্যাটিং দেখে দিল্লির কোচ রিকি পন্টিং আশাবাদী ছিলেন যে পন্ত এবারের আইপিএলে খেলবেন।

এদিকে আইপিএল খেললেও আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে পন্তকে ব্যাটিং ও উইকেট কিপিংয়ে ভালো পারফর্ম করতে হবে।

পন্ত আইপিএল খেলতে পারলেও ভারতীয় পেসার মোহাম্মদ শামি এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন। গত ২৬ ফেব্রুয়ারি শামির অস্ত্রোপচার হয়। তবে বিসিসিআইয়ের চিকিৎসক জানিয়েছে, এবারের আইপিএল খেলতে পারবেন না ডানহাতি এই পেসার।

সর্বশেষ খবর