Homeআন্তর্জাতিকমাঝ আকাশে চিলির উড়োজাহাজে ঝাঁকুনি, আহত ৫০

মাঝ আকাশে চিলির উড়োজাহাজে ঝাঁকুনি, আহত ৫০

চিলির লাটাম এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজটি মাঝআকাশে ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে ঝাঁকি খাওয়ায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। উড়োজাহাজটি সিডনি থেকে অকল্যান্ড যাচ্ছিল।

সোমবার (১১ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মাঝআকাশে উড্ডয়নের সময় হঠাৎ করে উড়োজাহাজটি প্রচণ্ড বেগে ঝাঁকি খেয়ে থেমে যায়। এতে করে ভেতরের যাত্রী এবং কেবিন ক্রুদের অনেকে বিমানের ছাদের দিকে ছিটকে পড়তে থাকেন। এ সময় অনেকে বিমানের মধ্যে উড়তে থাকেন বলেও প্রতিবেদনে জানানো হয়।

লাটাম এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, উড়োজাহাজটি ওড়ার সময় টেকনিক্যাল কারণে প্রচণ্ড ঝাঁকুনি খায়। এতে যাত্রীরা ছিটকে পড়েন। এর বেশি কোন তথ্য দেয়নি সংস্থাটি।

এ সময় তারা বিমানের সিটবেল্ট বাঁধেননি বলেও জানানো হয়।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় সময় ৩.৫৮ মিনিটে অকল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফোন পেয়ে সেখানে ছুটে যায় হাতো হানে এসটি. জন অ্যাম্বুলেন্স। তারা সেখানে আহতদের চিকিৎসা সেবা দেয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) স্থানীয় সময় ৪ টা ২৬ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে অকল্যান্ডে অবতরণ করে।

Exit mobile version