Homeখেলাবাঁচা-মরার ম্যাচের আগে রোনালদোর মুখে ‘ইনশা-আল্লাহ’

বাঁচা-মরার ম্যাচের আগে রোনালদোর মুখে ‘ইনশা-আল্লাহ’

বাঁচা মরার ম্যাচে রাতে আল আইনের মোকাবিলায় মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। তার আগে সংবাদ সম্মেলনের মুখোমুখি হয়ে নিজেদের প্রস্তুতির কথা জানাতে গিয়ে রোনালদো বলেন, ‘ইনশা-আল্লাহ’। তার বিশ্বাস, পিছিয়ে থাকলেও এ ম্যাচ ভালোভাবে জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে যাবে আল নাসর।

সৌদি আরবের আল-আওয়াল স্টেডিয়ামে সোমবার (১১ মার্চ) বাংলাদেশ সময় রাত ১টায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আল আইনের মুখোমুখি হবে আল নাসর।

প্রথম লেগে সংযুক্ত আরব আমিরাতের ক্লাবটির বিপক্ষে ১-০ গোলে হেরেছিল রোনালদো। তাই দ্বিতীয় লেগটি এখন তাদের কাছে বাঁচা-মরার। হার এড়িয়ে ড্র করলেও নিশ্চিত বাদ পড়তে হবে। আর সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে আল আইনকে কমপক্ষে ২-০ ব্যবধানে হারাতে হবে আল নাসরকে।

ম্যাচটা ঘরের মাঠে হওয়ায় আত্মবিশ্বাসী রোনালদো। সমর্থকদের বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছেন তিনি। আশ্বাস দিয়েছেন, সবকিছু ঠিক থাকলে সমর্থকদের ভালো একটি রাত উপহার দিয়ে সেমিফাইনালে খেলবে দল।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘আমরা সবাই জানি, আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা প্রস্তুত, আমরা বিশ্বাস করি, আগামীকাল আমরা ভালো একটি রাত কাটাব এবং সেমিফাইনাল নিশ্চিত করব। আগামীকাল আমরা জিতব, ইনশা-আল্লাহ।’

এখন পর্যন্ত এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিততে পারেনি আল নাসর। সবশেষ ১৯৯৫ সালের আসরে ফাইনাল খেলে রানার্স আপ হয়েছিল তারা।

Exit mobile version