পটুয়াখালীর বাউফলে বড় ভাই সজিব হোসেনের (২১) অবৈধ পিস্তলের গুলিতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া প্রতিবন্ধী ছোট ভাই সাব্বির হোসেন (১৭) খুন হয়েছেন। এ ঘটনায় পিস্তলসহ বড় ভাই সজিব হোসেনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ মার্চ) দুপুরে পিস্তলসহ বড় ভাই সজিবকে আটক করে বাউফল থানা পুলিশ। এরআগে রোববার সকাল সাড়ে ৮ টায় উপজেলার সূর্যমণি ইউনিয়নে এ ঘটনা ঘটে এবং মধ্যরাতে সাব্বির মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গায়েন।
তিনি জানান, পরিবারের লোকজন ঘটনাটি ধামাচাপা দিতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর দিয়ে সাব্বির হোসেনকে নিয়ে বরিশাল যায়। মাথায় গুলির চিহ্ন থাকায় গুরুতর অবস্থায় বরিশাল থেকে ঢাকায় পাঠানো হয় সাব্বিরকে। ঢাকায় নেয়ার পথে রোববার গভীর রাতে মারা যায় সাব্বির।
ওসি আরও জানান, সোমবার ঘটনাটি জানাজানি হলে পুলিশ দুপুরে পিস্তলসহ বড় ভাই সজিবকে আটক করে। তবে এখনো জানা যায়নি কী কারণে তাকে গুলি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।