ঢাকাই সিনেমার জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। সম্প্রতি তার ফেসবুকে জানিয়েছেন নতুন একটি সুখবর। ওই সুখবরে জড়িয়ে আছে কলকাতার মিমি চক্রবর্তী, ঢাকাই সিনেমার শাকিব খান ও মাসুমা রহমান নাবিলার নাম।
কী আছে নির্মাতা রাফির ওই পোস্টে? সোমবার ( ১১ মার্চ) দুপুর ১২টায় সর্বমোট ৪টি ছবি শেয়ার করেন রাফি। এরপর ছবিগুলোর ক্যাপশনে রাফি জানান, ‘তুফান’ সিনেমায় শাকিব খানের নায়িকা হতে চলেছেন তারা।
‘আয়নাবাজি’র নাবিলা আর কলকাতার মিমিকে নিয়ে পর্দায় রসায়ন জমিয়ে তুলবেন ঢাকাই সিনেমার কিং খান খ্যাত শাকিব খান।
রায়হান রাফি এও জানিয়েছেন, তার পরিচালিত এ সিনেমা যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই ও চরকি।
নেটিজেনদের কাছে এ খবর পৌঁছতেই মন্তব্য শুরু করেছেন তারা। বলছেন, আবারও বড় পর্দায় বড় ধামাকা দিয়ে দর্শক হৃদয়ে ঝড় তুলতে চলেছেন শাকিব-রাফি। আর তাদের সঙ্গে রয়েছেন দুই বাংলার দুই জনপ্রিয় নায়িকা নাবিলা আর মিমি।