Homeআন্তর্জাতিকপ্রদশর্নী থেকে স্বর্ণের শিল্পকর্ম চুরি

প্রদশর্নী থেকে স্বর্ণের শিল্পকর্ম চুরি

ইতালির ভাস্কর উমবার্তো মাস্ত্রোইয়ানির তৈরি স্বর্ণখচিত প্রায় ৫০টি শিল্পকর্ম চুরি হয়েছে। শিল্পকর্মগুলো একটি প্রদর্শনী থেকে চুরি হয়েছে বলে জানিয়েছে এর আয়োজক ভিট্টোরিয়ালে দেগলি ইতালিয়ানি এস্টেট। বুধবার ( ৬ মার্চ) রাতে ইতালির লেক গার্দার কাছে আয়োজিত এক প্রদর্শনী থেকে সোনার টুকরোগুলো চুরি হয়।

শনিবার (৯ মার্চ) আয়োজক প্রতিষ্ঠানটির মুখপাত্র সংবাদমাধ্যম সিএনএনকে জানান, ৪৯টি স্বর্ণের শিল্পকর্ম প্রদর্শনীতে ছিল যার মূল্য ১ দশমিক ৩ মিলিয়নেরও বেশি।

তিনি আরও জানান, এদের মধ্যে একটি শিল্পকর্মের নাম ‘উওমো/ডোনা’ (পুরুষ/নারী) পরে প্রদর্শনীর কমপ্লেক্সের মেঝেতে পাওয়া গেছে। কিন্তু বাকি ৪৮টি স্বর্ণের টুকরো এখনও খুঁজে পাওয়া যায়নি।

প্রদর্শনীটির শিরোনাম ছিল ‘লাইক এ ওয়ার্ম, ফ্লোয়িং গোল্ড’। এটি শুরু হয়েছিল ডিসেম্বর এবং শুক্রবার শেষ হওয়ার কথা ছিল।

এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান গিওর্দানো ব্রুনো গেরি বলেন, কোনো বিশেষ গ্যাং দলের সদস্যরাই হয়তো এ কাজটি করেছে।

Exit mobile version