ইতালির ভাস্কর উমবার্তো মাস্ত্রোইয়ানির তৈরি স্বর্ণখচিত প্রায় ৫০টি শিল্পকর্ম চুরি হয়েছে। শিল্পকর্মগুলো একটি প্রদর্শনী থেকে চুরি হয়েছে বলে জানিয়েছে এর আয়োজক ভিট্টোরিয়ালে দেগলি ইতালিয়ানি এস্টেট। বুধবার ( ৬ মার্চ) রাতে ইতালির লেক গার্দার কাছে আয়োজিত এক প্রদর্শনী থেকে সোনার টুকরোগুলো চুরি হয়।
শনিবার (৯ মার্চ) আয়োজক প্রতিষ্ঠানটির মুখপাত্র সংবাদমাধ্যম সিএনএনকে জানান, ৪৯টি স্বর্ণের শিল্পকর্ম প্রদর্শনীতে ছিল যার মূল্য ১ দশমিক ৩ মিলিয়নেরও বেশি।
তিনি আরও জানান, এদের মধ্যে একটি শিল্পকর্মের নাম ‘উওমো/ডোনা’ (পুরুষ/নারী) পরে প্রদর্শনীর কমপ্লেক্সের মেঝেতে পাওয়া গেছে। কিন্তু বাকি ৪৮টি স্বর্ণের টুকরো এখনও খুঁজে পাওয়া যায়নি।
প্রদর্শনীটির শিরোনাম ছিল ‘লাইক এ ওয়ার্ম, ফ্লোয়িং গোল্ড’। এটি শুরু হয়েছিল ডিসেম্বর এবং শুক্রবার শেষ হওয়ার কথা ছিল।
এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান গিওর্দানো ব্রুনো গেরি বলেন, কোনো বিশেষ গ্যাং দলের সদস্যরাই হয়তো এ কাজটি করেছে।